News Bangla 24 BD | আওয়ামী লীগের মূল উদ্দেশ্য মানুষের বিকাশ-পরিকল্পনামন্ত্রী
News Head

আওয়ামী লীগের মূল উদ্দেশ্য মানুষের বিকাশ-পরিকল্পনামন্ত্রী


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, একটি রাজনৈতিক আন্দোলন। আওয়ামী লীগের মূল উদ্দেশ্য মানুষের বিকাশ। বিকাশের অর্থ উন্নয়ন। অর্থনৈতিক পরিবর্তনের গিয়ার হলো বাজেট। তাই বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির যে মডেলে আমরা এগোচ্ছি তাতে উই আর রাইট অন দা মিডল অফ দি রাইট ট্র্যাক।

শুক্রবার (২৫ জুন) সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশ কি বৈষম্যমূলক পুনরুদ্ধারের পথে?’ শীর্ষক এক ওয়েবিনারের প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, যে গতিতে আমাদের এগোনোর কথা সে গতিতে আমরা এগোতে পারিনি। তবে বিগত ১২ বছরে আমরা একটি চমৎকার পথরেখা দিয়ে আসছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ