করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া
করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ওই একই হাসপাতালে গত ১৮ অগাস্ট কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
করোনাভাইাসে আক্রান্ত হয়ে গতবছর এপ্রিলে হাতপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেরে ওঠার পর ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট থেকেই মর্ডানার টিকার প্রথম ডোজ নেন খালেদা। এক মাস পর ১৮ অগাস্ট নেন দ্বিতীয় ডোজ।
এ বিভাগের অন্যান্য সংবাদ