News Bangla 24 BD | ল্যাপটপের চার্জ ধরে রাখার সহজ সমাধান
News Head

আনন্দ করুন। কারণ খুব সহজ একটা উপায়ে এবার আপনার ল্যাপটপের ব্যাটারি লাইফ প্রসারিত করতে পারবেন।

খুব জরুরি কাজের মুহূর্তে অনেক সময় দেখা যায়, ল্যাপটপের ব্যাটারি চার্জ শেষ হওয়ার সিগন্যাল দিচ্ছে এবং চার্জার বের করতেই ল্যাপটপ বন্ধ হয়ে যায়। এই সমস্যার দারুন এক সমাধান এবার আপনার দেবে অপেরা ব্রাউজার।

অপেরা ব্রাউজারের নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে বিশেষ ‘পাওয়ার সেভিং’ ফিচার। ফলে যখন ল্যাপটপের চার্জ শেষ হতে যাওয়ার সিগন্যাল দেবে, তখন পাওয়ার সেভিং অপশনটি চালু করলে, এটি ল্যাপটপের ব্যাটারি চার্জ ধরে রাখবে।

অপেরার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কলেনড্রা বলেন, ‘ল্যাপটপের চার্জ যখন শেষ হতে থাকবে, তখন আমাদের নতুন পাওয়ার সেভিং ফিচারটি চালু করলে, এটি ব্যাটারি লাইফ ৫০ শতাংশ বৃদ্ধি করবে।

ব্রাউজারটি ল্যাপটপের মেমোরিকে সঠিকভাবে কাজে লাগানো ছাড়াও ব্যাকগ্রাউন্ড ট্যাব ও অব্যবহৃত প্লাগ-ইনগুলো বন্ধ করে এবং ভিডিও প্লেব্যাক অপ্টিমাইজের মাধ্যমে ল্যাপটপের চার্জ বাঁচাবে।

অপেরা কর্তৃপক্ষের দাবী, গুগল ক্রোম ব্রাউজারের তুলনায় অন্তত ৫৪ শতাংশ বেশি সময় ল্যাপটপে চার্জ থাকবে অপেরার নতুন এই ফিচারটি ব্যবহার করলে।

অপেরা ব্রাউজারের নতুন সংস্করণটি ডাউনলোড করা যাবে http://goo.gl/5UPpZb লিংক থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ