News Bangla 24 BD | এখন জনপ্রিয়তার শীর্ষে হোয়াটসঅ্যাপ!
News Head

ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, ইমো, উইচ্যাট বা টেলিগ্রামকে পেছনে ফেলে বিশ্বে এক নম্বর মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ। পৃথিবীর প্রায় ১০৯ টি দেশের ১০০ কোটি মানুষ দৈনিক এই মেসেজিং অ্যাপের মাধ্যমে নিজেদের ভার্চুয়াল কথোপকথন সারেন।

ব্রাজিল, মেক্সিকো, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং এশিয়ার এক বিরাট অংশের মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৫৫ দশমিক ৬ শতাংশ মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভাইবার মেসেজিং অ্যাপ বিশ্বের তৃতীয় মেসেজিং অ্যাপ। তবে চীন, ইরাক এবং জাপানের মতো দেশগুলিতে লাইন, উইচ্যাট এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ বেশি ব্যবহার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ