News Bangla 24 BD | জেনে নিন বিশ্বের প্রথম ওয়েবসাইটের নাম
News Head

এখন ওয়েব দুনিয়ায় অজস্র ওয়েবসাইট। তার অনেকগুলোতেই সারা দিনে নানা প্রয়োজনে যেতে হয় বা ভিজিট করতে হয় আপনাকে। কিন্তু কখনো কি ভিজিট করেছেন বিশ্বের প্রাচীনতম ওয়েবসাইটটিতে?

ওয়েবসাইটটিতে বর্ণনা করা হয়েছিল ওয়েব দুনিয়ার প্রাথমিক কিছু‌ বৈশিষ্ট্য আর দেওয়া হয়েছিল কীভাবে সার্ভার তৈরি করতে তার নির্দেশিকা।

সাইটটি যে শুধু এখনো চালু রয়েছে তাই নয়, মজার বিষয় হলো এখনো সাইটটিকে রেখে দেওয়া হয়েছে একেবারে তার প্রথম চেহারায়। কখনো খুলেছেন সেই সাইট? একবার খুলেই দেখুন না। ভেবে দেখুন, এই সাইট তৈরি না হলে, এই প্রতিবেদনটিও নিজের মোবাইল, ট্যাব বা কম্পিউটারে পড়ার সুযোগ পেতেন না কিন্তু। সেই সাইটের অ্যাড্রেস জানতে চান?

সাইটটির অ্যাড্রেস হলো http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html

এ বিভাগের অন্যান্য সংবাদ