News Bangla 24 BD | হকারের বক্তব্য
News Head

জীবনের ঝুকি নিয়ে করছি ব্যবসা
পুলিশ আছে বলে পাই ভরসা,
পুলিশ খায় মাসয়োরা
কেমনে চালাবো স্যার ব্যবসা
এই যদি হয় আমাদের অবস্থা।
জীবনের ঝুকি নিয়ে
ব্যবসা করি রেল লাইনের ফাকে
কখন যানি ট্রেন এসে ধাক্কা মারে আমাকে।
তবু আমি পেটের দায়ে
করি আমি ব্যবসা
সন্ধার পর পুলিশ এসে মারে
আমাকে ধাক্কা।
পুলিশ খায় আট আনা
আমার কিছু থাকে না
ইজাদার চার আনা
আমি কিছু পাব না
বার আনা ছাইরা দিলাম
আরো তো চার আনা।
ইনকাম সবই যদি নেয় তারা
বউ পোলাপান খাওয়াবে কারা।
পুলিশ মাস্তান সবাই চায় টাকা
টাকা না দিলে বলে
রাস্তা কর ফাকা।
আমার এখন কি হবে উপায়
স্যার আপনাদের কাছ
সুষ্ঠু বিচার চাই।
লেখকঃ কামাল হোসেন বাবুল

এ বিভাগের অন্যান্য সংবাদ