News Bangla 24 BD | আবেগের কাঠগড়ায় আজ বিবেক কড়া নাড়ে
News Head

আবেগের কাঠগড়ায় আজ বিবেক কড়া নাড়ে


আমার কোনো ভুল ছিলো না, সরলতা ছিলো হৃদয়জুড়ে। আর সেই সুযোগটাও হাতছাড়া করনি তুমি। রঙিন জালে বোনা স্বপ্নগুলি পুরোটাই যে মিথ্যে ছিলো তা বুঝতে বড্ড দেরি হয়ে গেলো আমার।

তোমার সাজানো অভিনয় আজ ভালোবাসার কাছে হেরে যাচ্ছে, তিলে তিলে পুড়ে যাচ্ছি আমি, কষ্টের সীমারেখা অতিত্রুম করেছে আমাকে, বেঁচে থেকেও যেন মৃত আমি।

ভালোবাসা টিকিয়ে রাখতে সবই মেনে নিচ্ছি, মনে হয় যেনো আমার প্রত্যেক শিরা-উপশিরা এমন কী আমার রক্ত কণিকায় মিশে আছো। জানি না আবেগ না কি বাস্তবতা। শুধু জানি ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না।

নিজের ইচ্ছাগুলো বরাবরই চাপিয়ে দিয়েছো আমার ওপর। আমার প্রতি সম্মান আর মূল্যবোধের অভাব ছিলো তোমার, তখনও বুঝিনি আমি তোমার সুনিপুণ অভিনয়। এখনো বোঝার চেষ্টা করি না কারণ, আমার ভালোবাসাতো মিথ্যে নয়।

সব ছলনা, প্রতারণা, অভিমান, অভিযোগ ভুলে গিয়ে আবার নতুন করে স্বপ্ন সাজাই তোমাকে ঘিরে, কেন জানো?
শুধু মনে হয় তুমি নিজেকে ঠিক করে নিবে আমার ভালোবাসা পেয়ে। সত্যি ভালো হবে তো?

নিকিতা জান্নাত
সিলেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ