“সিলেট টু লন্ডন” ফেসবুক পেইজ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কথা বলে
আফরোজ খান : বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাধ্যম ফেসবুক। সিলেটের একজন তরুন থাকেন লন্ডনে তিনি দীর্ঘদিন থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন একটি ফেসবুক পেইজের মাধ্যমে। এছাড়াও সিলেটী ও বাংলাদেশী বিশ্বের সকল দেশে যারা আছেন তাদের সুখ-দুঃখের গল্প, প্রবাসীদের অভিজ্ঞতার কথা ও বিভিন্ন দেশের খবরা খবর বিকশিত করছেন এই ফেসবুক পেইজটিতে। সিলেট টু লন্ডন ফেসবুক পেইজের প্রতিষ্ঠাতা এডমিন মঈন উদ্দিন লন্ডন থেকে জানিয়েছেন, বাংলাদেশের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে এই পেইজে লাইক ও পোষ্ট শেয়ার করে যুক্ত হওয়ার আহবান জানান। বাংলাদেশী ও প্রবাসী ভাই-বোনরা যারা আমাদের সাথে কাজ করতে চান তাদেরকে এই পেইজের এডিটর হিসাবে নিয়োগ দেওয়া হবে। স্ট্যাটাস ও সুন্দর ভিডিও আপলোড করতে পারেন এডিটরা।
ইতিমধ্যে ফেসবুক কোং সিলেট টু লন্ডন পেইজটি ফেরিফাই করেছে। তাদের লাইকের সংখ্যা রয়েছে ২০ হাজারের উপরে।
সিলেট টু লন্ডন ফেসবুক পেইজের প্রতিষ্ঠাতা এডমিন হিসাবে রয়েছেন মঈন উদ্দিন। এডিটর হিসাবে আছেন, শামীম আহমদ ডালিম, শিপন আহমদ, আলী আকবর, ইব্রাহিম আলী, রুবেল আলী চৌধুরী, রনি চৌধুরী, সালমান মাহমুদ, নাহিদ মোহাম্মদ, মিজান রহমান ও সাইফুর রহমান শিপু।
সিলেট টু লন্ডন ফেসবুক পেইজের ঠিকানা দেওয়া হল।
https://facebook.com/EntertainerMoYneUddin