News Bangla 24 BD | বাংলাদেশে বেশ কয়েক দিন বন্ধ থাকবে ফেসবুক
News Head

বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কয়েকদিন বন্ধ থাকবে। চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রশ্ন ফাঁস রোধে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগের পরীক্ষাগুলোতে পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে সেসব প্রশ্ন পাওয়া যায়।

এতে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। পরীক্ষায় প্রশ্ন ফাঁস যেন না হয় তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে এই সিদ্ধান্তের কোনো চিঠি এখনও পায়নি বিটিআরসি। এমনটাই জানালেন বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম।

এদিকে মন্ত্রণালয় সূত্রের খবর, পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কর্মরত সার্ভার প্রোভাইডারকে সতর্ক থাকতে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পরীক্ষার সময় ফটোকপির দোকানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে অষ্টম শ্রেণি এবং ২০ নভেম্বর থেকে পিইসি ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ