ইউরোপে কিছু কিছু দেশ আছে যারা এখন ও শিক্ষাকে পণ্য হিসেবে দেখে না। বরং বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে শিক্ষাকে অধিকার হিসেবে গণ্য করে। জেনে নেওয়া যাক, ইউরোপোর কোন দেশে ফ্রী অথবা কম খরচে পড়ালেখা করা যাচ্ছে।
১. জার্মানি:
জার্মানিতে অনেক অনেক বিশ্ববিদ্যালয় আছে, তাই প্রতি বছর অসংখ্য নতুন ছাত্র পাড়ি জমাচ্ছে এ দেশে। পড়াশুনা ফ্রি আছে সাথে রিসার্চ কুয়ালিটি এবং শিক্ষার মান দুই দিকই যথেষ্ট ভালো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্টস পাড়ি জমায় জার্মানি এবং ইউএসএ তে।
২. বেলজিয়াম:
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তে ফিস খুবই কম। গড়ে ২-৩ হাজার ইউরো/বছরে খরচ করে ইউরোপীয়ান ডিগ্রী নিতে চাইলে এ দেশ হতে পারে আপনার আরেকটি সু্যোগ। এছাড়া চেক রিপাবলিক, গ্রীস, ইটালী ইত্যাদি দেশসমূহের পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিস খুবই কম।
৩. নরওয়ে:
বিশ্বের অন্যতম ধনী দেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তির দেশ হিসেবে ও পরিচিত। মিডনাইট সান দেখতে চাইলে আপনাকে এখানে আসতেই হবে। এখন ও পড়াশুনা ফ্রি আছে আর শিক্ষার মানের দিক দিয়ে ইউরোপের প্রথম সারিতেই আছে। এখানকার জীবনযাত্রার মানও অনেক ভাল।
৪. অস্ট্রিয়া:
ইউরোপীয়ান দেশগুলোর মধ্যে অন্যতম সাজানো গোছানো দেশ হলো অস্ট্রিয়া। সর্বোচ্চ ৭০০-৮০০ ইউরো/সেমিস্টার খরচ করে ইউরোপীয়ান ডিগ্রী নিতে চাইলে এ দেশ হতে পারে আপনার আরেকটি সু্যোগ।
৫. ফ্রান্স:
রোমান্স আর ভালোবাসার শহর হলো প্যারিস, তাই বলে এরা শুধু রোমান্স নিয়েই ব্যাস্ত না। যদিও পুরোপুরি ফ্রি বলা যায়না তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০০ ইউরো/বছর এর মত ফি দিতে হয় যাকে আসলে ফ্রি বলাই যায়।