ব্যবহারকারীদের মধ্যে চাহিদা আরো বাড়াতে ছবি আদান-প্রদানের অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের মতো একটি ক্যামেরা অ্যাপস তৈরি করতে যাচ্ছে ফেসবুক। লন্ডনে ফেসবুকের ‘ফ্রেন্ড-শেয়ারিং’ নামের একটি ডেভেলপার গ্রুপ এই অ্যাপস তৈরি করছে বলে জানা গেছে।
তবে অ্যাপসটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরীক্ষামূলকভাবে তৈরি অ্যাপসটি এখনই সবার জন্য নিয়ে আসার কথা ভাবছে না ফেসবুক কর্তৃপক্ষ।
অবশ্য ভবিষ্যতে এই অ্যাপস দিয়ে ভিডিও ও লাইভ স্ট্রিমিং করার সুবিধা আরো সহজ করতে পারে ফেসবুক।
অ্যাপসটি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ