News Bangla 24 BD | বরিশালে উপ-মহাদেশের সবচেয়ে বড় উৎসব শ্মশান দিপাবলী
News Head

বরিশালে উপ-মহাদেশের সবচেয়ে বড় উৎসব শ্মশান দিপাবলী


সাগর কর্মকার: প্রতিনিধি,
বরিশালে উপ-মহাদেশের সবচেয়ে বড় শ্মশান দিপাবলী উৎসব শুক্রবার শুরু হয়েছে। কাউনিয়া মহাশ্মশানে দুই দিনব্যাপী দীপাবলী উৎসবকমৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় নগরীরে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও মহাশ্মশান এলাকা দেশ-বিদেশের মানুষের পদচারনায় মুখর হয়ে উঠেছে।

১৯২৭ সাল থেকে বরিশালে শ্মশান দীপাবলী উৎসব পালিত হয়ে আসছে। দুইদিনব্যাপী উৎসবে আগত দর্শণার্থীদের সময় যাপনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি সময়ে বরিশাল মহাশ্মশানে ভারত থেকে নিয়ে আসা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সমাধী।

মোমবাতির আলোয় আলোকোজ্জ্বল হয়ে উঠেছে পুরো শ্মশান এলাকা। এ সময় স্বজনহারারা তাদের প্রিয়জনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালি পূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধীবেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন। শুক্রবার রাত থেকে শুরু হওয়া উপ-মহাদেশের সর্ববৃহত শ্মশান দিপাবলী উৎসব শনিবার রাতে শেষ হবে।

উপ-মহাদেশের সবচেয়ে বড় শ্মশান দিপাবলী উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ