News Bangla 24 BD | হ‌ুমায়ূনের জন্মদিনে নুহাশ পল্লীতে স্বজনদের শ্রদ্ধা
News Head

হ‌ুমায়ূনের জন্মদিনে নুহাশ পল্লীতে স্বজনদের শ্রদ্ধা


বাংলা কথা সাহিত্যিের জাদুকর খ্যাত হ‌ুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে গাজীপুরের পিরুজালী গ্রামে ‘নুহাশ পল্লী’তে হ‌ুমায়ূন আহমেদের সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, পুত্র নিষাদ, নিনিত ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল ১০টার দিকে ছোট ভাই অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, আহসান হাবিবসহ পরিবারের অন্য সদস্যরা তার সমাধি জিয়ারত করেন। হ‌ুমায়ূন আহমেদের কবর জিয়ারত শেষে নুহাশ পল্লীতে আপেল তলায় স্থাপিত তার ম্যুরালের সামনে কেক কাটে তার ছোট দুই ছেলে নিষাদ ও নিনিত। এসময় ভক্ত, গণমাধ্যমকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এসময় মেহের আফরোজ শাওন বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদকে প্রকৃতভাবে জানতে হলে তার একটা, দুটা বই পড়লে হবে না। তার সবগুলো বই পড়তে হবে। কারণ তার দর্শনের সংমিশ্রণগুলো একটি বইতে পাওয়া যাবে না।’

ড. জাফর ইকবাল বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদের সৃষ্টিগুলো এখন দেশের বাইরেও ভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে। এর ফলে মানুষ তাকে আরও ভালোভাবে জানতে পারছে। তবে সেগুলো নিয়ম মেনে হচ্ছে কিনা এটা আমার জানার বিষয়। কারণ হ‌ুমায়ূন আহমেদের উত্তরাধিকার হল তার সন্তানেরা। তারা র‌্যয়ালিটি পাচ্ছে কিনা বা তাদের অনুমতি নিয়ে প্রচার হচ্ছে কিনা সেগুলো দেখা দরকার।’

এ বিভাগের অন্যান্য সংবাদ