News Bangla 24 BD | ঝিনাইদহে যেমন খুশি তেমন সাজ, লাঠি খেলা, শোভাযাত্রা সহ নবান্ন উৎসব
News Head

ঝিনাইদহে যেমন খুশি তেমন সাজ, লাঠি খেলা, শোভাযাত্রা সহ নবান্ন উৎসব


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেধেছি পড়শিরা সব কই’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে নবান্ন উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজ, লাঠি খেলা। মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী এসব কর্মসুচির আয়োজন করে।
nobanno-pic1
মঙ্গলবার সকাল ১১ টার দিকে একাডেমী চত্তর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

পরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এসময় মর্নিং বেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহীনুর লিটন, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ