এন্ড-টু-এন্ড এনক্রিপশনের জন্য হোয়াটস্অ্যাপই এখন সবচেয়ে নিরাপদ চ্যাটিং ডিভাইস। যার কারণে হ্যাক করে কোনও তৃতীয় ব্যক্তি আপনার অফিশিয়াল বা ব্যক্তিগত তথ্য হস্তগত করতে পারে না। ফলে হোয়াটস্অ্যাপের চ্যাট, অডিও, ফোটো, ভিডিও অন্যকারোর হাতে চলে যায় না।
এতদিন মেসেজ ও কল করা যেত, ফাইল, ভিডিও, ফোটো পাঠানো যেত হোয়াটস্অ্যাপে। এবার করা যাবে ভিডিও কলও। স্কাইপে ভিডিও কল হ্যাক হওয়ার একাধিক ঘটনা উঠে এসেছে বারংবার। কিন্তু হোয়াটস্অ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে সেই সম্ভাবনা একেবারেই নেই।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হোয়াটস্অ্যাপের ভিডিও কলের পরিষেবা। বিশ্বের ১৮০টি দেশে এই পরিষেবা শুরু হয়েছে।
হোয়াটস্অ্যাপে ভিডিও কল করার নিয়ম –
১. গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটস্অ্যাপ আপডেট করে নিন।
২. হোয়াটস্অ্যাপ ওপেন করে কনট্যাক্টস্ ট্যাব খুলুন।
৩. যাঁকে কল করতে চান, তাঁর নামের উপর ট্যাপ করুন।
৪. স্ক্রিনের উপর ফোন আইকনে ট্যাপ করুন।
৫. পপ-আপ মেনু থেকে ভিডিও কল অপশন সিলেক্ট করুন।