News Bangla 24 BD | জাবিতে পাখি পরিদর্শনে নোবেল জয়ী নাইপল
News Head

জাবিতে পাখি পরিদর্শনে নোবেল জয়ী নাইপল


সাগর কর্মকার জাবি প্রতিনিধি:

ঢাকা লিট ফ্যাস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশ সফররত সাহিত্যে নোবেল জয়ী স্যার ভি এস নাইপল আজ মধ্যাহ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। নাইপল বন্য প্রজাতি সংরক্ষণ কেন্দ্র সংলগ্ন জলাশয়ে সরালি, ঘারগিনি, নিশি বক, ধলা বকসহ নানা প্রজাতির পাখির জলকেলি, ডানা ঝাপটানো আর আকাশে উড়াউড়ি দেখে বিমুগ্ধ হন।
নাইপল বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রজাপতি পার্কও পরিদর্শন করেন এবং বিকেলে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন। ক্যাম্পাস ত্যাগের আগে স্যার ভি এস নাইপল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতিথেয়তা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি dsc_0392বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পাখি তাঁর স্মৃতিতে অম্লান থাকবে।

পাখি পরিদর্শনের পূর্বে স্যার ভি এস নাইপল স্ত্রী নাদিরা পলসহ উপাচার্যের বাসভবনে আসেন। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাঁদের স্বাগত জানান। এ সময় উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আজ এক ঐতিহাসিক ও গৌরবের দিন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নোবেল জয়ী বিশ্ব বরন্য ব্যক্তির আগমনে বিশ্ববিদ্যালয় পরিবার মহাখুশি। তাঁর আগমনে বিশ্ববিদ্যালয় গৌরবান্বিত হয়েছে।

উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপাচার্য স্যার ভি এস নাইপল ও নাদিরা নাইপল-কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ