News Bangla 24 BD | মা
News Head

মো: আবুল কালাম :

ছোট নামে ডেকেছি মা
পেয়েছি আমি কতই সুধা।
যেদিন করেছি জন্ম ধারণ
সেদিন পেয়েছি এ দু’টি চরণ।
জান মা কার সে চরণ
যে মোর পাশে রবে আমরণ।
হয়তো আমি খেলেছি খেলা
মাখাইয়াছি আমি ধুলা বালি মেলা।
যখন মোরে চোখে পরে গেলে
অমনি এসে কোলে তুলে নিলে।
অধর ধরিয়া চুম্বন একে দিলে
এরই মাঝে পেয়েছি সুধা
ছোট নামে ডাকি তাই মা।

মো: আবুল কালাম
শিক্ষক লতিফিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা,
মোরেলগঞ্জ, বাগেরহাট।

এ বিভাগের অন্যান্য সংবাদ