News Bangla 24 BD | সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ শুরু
News Head

আজ ১৮ জানুয়ারী বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে এক বর্নাঢ্য রেলী বের করা হবে।
মেলার ২য় দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম আয়োজিত ১০টি সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘সলভ এ-থন’ প্রতিযোগিতার প্রথম রাউন্ড, আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সাংন্কৃতিক অনুস্টানের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহনেচ্ছুদের ttp://ilab.gov.bd/solveathon/2017/public/ লিংকে গিয়ে রেজিস্টেশন করতে হবে।
মেলার ৩য় দিন শুক্রবার সন্ধ্যায় সমাপনী পুরস্কার বিতরন অনুস্টিত হবে।
মেলায় ৪টি প্যাভিলয়নে সরকারী ই-সেবা, শিক্ষা, ই-কমার্স এবং তরুণ ইদ্ভাবক-প্রদর্শনী ও প্রতিযোগিতা ক্যাটাগরীতে মোট ৪৬টি স্টল বরাদ্ধ থাকবে। সরকারী ই-সেবাসমূহ প্যাভিলয়ন হতে ই-পর্চা আবেদন গ্রহন ও ডেলিভারী, ব্যাংক, বীমাসহ সকাল আর্থিক প্রতিস্টানেই-সেবাসমূহ, বিআরটিএ অনলাইন লাইসেন্স এর কার্যক্রম, অনলাইনে পাসপোর্ট আবেদন গ্রহন, ই-টিন রেজিস্ট্রেশন, ডিজিটাল সেন্টারের স্টল হতে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংসহ বিভিন্ন সেবা এবং ডাক বিভাগের অনলাইন কার্যক্রম প্রদর্শন করা হবে। এছাড়া শিক্ষা প্যাভিলয়নে সায়েন্স কিট বক্স, শিক্ষার উদ্বাবনী উপকরন, শিক্ষা বিষয়ক গেম ডেমোসট্রেশন, মুক্ত পাঠ, মাল্টিমিডিয়া ক্লাস, শিক্ষক বাতায়ন স্টল এবং বাংলা বানান বিষয়ে ছাত্র-ছাত্রীদের ভীতি দুর করার লক্ষ্যে ‘শব্দকল্পদুম’ নামক বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় প্রথম দিনে ইনোভেশন সার্কেল বিষয়ক এবং ৩য় দিনে ফ্রিল্যান্সিং বিষয়ক পৃথক দুটি সেমিনার অনুস্টিত হবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যে ৭টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ফ্রি ওয়াইফাই ব্যবহারের পাশাপাশি স্কাইপিতে দেশ-বিদেশে কথা বলা সুযোগ, ই-মেইল আইডি ও ফেসবুক আইডি খোলার সুবিধাসহ প্রতিদিন অনলাইন রেফেল ড্র বিজয়ী তিনজন দর্শনার্থী পাবেন একটি করে আকর্ষনীয় পুরুস্কার।

এ বিভাগের অন্যান্য সংবাদ