News Bangla 24 BD | বই মেলায় হাবীবাহ্ নাসরিনের প্রথম উপন্যাস
News Head

বই মেলায় হাবীবাহ্ নাসরিনের প্রথম উপন্যাস


গত বছরের বইমেলায় ‘কবিতা আমার মেয়ে’র ব্যাপক সফলতার পর এ বছর পাঠকদের জন্য উপন্যাস নিয়ে উপন্যাস নিয়ে এসেছেন হাবীবাহ্ নাসরীন। উপন্যাসের নাম ‘তুমি আছো, তুমি নেই’।

দেশ পাবলিকেশন্স এর ব্যানারে বইটির প্রচ্ছদ করেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। বইমেলার ৫০২-৫০৩ নম্বর স্টলে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে পাওয়া যাবে উপন্যাসটি। দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা মাত্র।

উপন্যাসটি সম্পর্কে হাবীবাহ্ নাসরীন বলেন, ‘এক তরুণীর যাপিত জীবনের ঘটনা-অণুঘটনাকে উপজীব্য করে উপন্যাসটির পট নির্মাণ করা হয়েছে। আশাকরি উপন্যাসটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য গত বই মেলায় হাবীবাহ্ নাসরিনের প্রথম কবিতার বই “কবিতা অামার মেয়ে” পাঠকদের হৃদয় জয় করার পাশাপাশি, বই মেলার বিক্রির শীর্ষ দশ বইয়ের একটি নির্বাচিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ