News Bangla 24 BD | ২৮ মে থেকে শুরু হতে পারে পবিত্র রমজান
News Head

২৮ মে থেকে শুরু হতে পারে পবিত্র রমজান


আগামী ২৭ মে শনিবার সন্ধ্যায় চলতি বছরের পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী শনিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোববার পবিত্র রমজান শুরু হবে সৌদি আরবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরের দিন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়। সেক্ষেত্রে ২৮ মে থেকে বাংলাদেশে পবিত্র মাসটি পালিত হতে পারে।

সৌদি আরবের জ্যেষ্ঠ স্কলার পরিষদের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আর-মানি’র বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-মদিনা এক প্রতিবেদনে উল্লেখ করে, সৌদি আরবে ২৭ মে শনিবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। শনিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোববার পবিত্র রমজান শুরু হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর রমজান মাস হবে ২৯ দিনে। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর রমজানের আগের মাস শাবান ৩০ দিনের। রমজান মাস শেষ হবে আগামী ২৪ জুন; ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে পরের দিন অর্থাৎ ২৫ জুন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর হজের মাসও হবে ২৯ দিনের এবং এ মাস শুরু হবে ২৩ আগস্ট বৃহস্পতিবার। সে অনুযায়ী হাজিদের আরাফাত দিবস পালন করা হবে ৩১ আগস্ট। পরের দিন ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ