অপেক্ষার পালা শেষ করে চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে উন্মুক্ত করা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের টিভি শো।
এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুক দুটি ভিন্ন স্তরে শো পরিচালনা করবে- একটি থাকবে বড় বাজেটের লম্বা শো অনেকটা নেটফ্লিক্সের ‘হাউজ অব কার্ড’ এর মতো, আরেকটি হবে ৫ থেকে ১০ মিনিটের শো যা ফেইসবুকের নতুন ভিডিও ট্যাব ফিচার হিসেবে থাকতে পারে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেছিলেন, তিনি চান ব্যবহারকারিরা এই টিভি সেবায় এপিসোড কনটেন্টের জন্য আসবে। ফেইসবুক এই টিভি শো এর জন্য বেশ কিছু শীর্ষ পর্যায়ের তারকাদের সাথে কাজও করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: বিজনেস ইনসাইডার
এ বিভাগের অন্যান্য সংবাদ