News Bangla 24 BD | গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বইছে নির্বাচনী হাওয়া
News Head

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বইছে নির্বাচনী হাওয়া


কামাল হোসেন বাবুল : সারা দেশের মত গাজীপুরেও বইছে নির্বাচনী হাওয়া।দেশের সবকটি সিটিকর্পোরেশনের মধ্যে সবচেয়ে বড় সিটিকর্পোরেশন হচ্ছে গাজীপুুর সিটিকর্পোরেশন। যার ভোটার সংখ্যা প্রায় ১১ লক্ষ। সর্ববৃহৎ সিটিকর্পোরেশন হলেও দীর্ঘ ১২ বার বৎসর সিটিকর্পোরেশন চলছে ভারপ্রাপ্ত মেয়র দিয়ে।যার ফলে গাজীপুুরবাসী এখনও উন্নয়নের আলোর মুখ দেখেনি।সিটিকর্পোরেশন এর কার্যকম চলছে ঢিলেঢালে। সিটিকর্পোরেশন এর কর্মকতা ও কাউন্সিলররা যার যা ইচ্ছে তাই করছেন।যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রেখেছেন।রাস্তা ঘাটের বেহলা দশা। যা কল্পনা করা যায় না। যেন চারদিকে কাদায় ছড়াছড়ি। যার ভোগান্তি পোয়াতে হচ্ছে সাধারন মানুষকে। যার ফলে গাজীপুুর বাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।আর এর মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বি. এন. পির সিনিয়র নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন তরুন উদীয়মান নেতারাও সিটিকর্পোরেশন এর মেয়রের মনোনয়ন প্রত্যাশী। সিটিকর্পোরেশন এলাকার নবীন প্রবীন সব নেতাই শুভেচ্ছা বার্তা জানিয়ে পোষ্টার ব্যানার সাটিয়েছেন। হাট বাজার দোকানপাট সহ সমগ্র জনপথেই আলোচনার কেন্দ্র বিন্দু হচ্ছে আগামী গাজীপুরের সিটিকর্পোরেশন নির্বাচন।আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে কে কোন দলের মেয়রের টিকেট পাবেন তা নিয়ে দোকানে দোকানে চায়রে কাপে উঠছে নির্বাচনী ঝড়।বিশেষ করে গাজীপুুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরুন উদীয়মান নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম সকল মানুষের আলোচনার শীর্ষে।ইতিমধ্যে জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ গোছাতে শুরু করেছেন। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে দলকে চাঙ্গা করে রেখেছেন।তিনি হাই কমান্ডের নির্দেশ পেলেই মেয়রের নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দলীয় নির্দশনা পেলেই তিনি মেয়রের মনোনয়ন ত্রুয় করবেন বলে একটি সুত্র জানিয়েছেন । অন্যদিকে সিনিয়র আইনজীবি গাজীপুুর মহানগর আওয়ামীগের সভাপতি টঙ্গী পৌরসভার বার বার নির্বাচিত সাবেক মেয়র এড. আজমত উল্লাহ খানও নির্বাচনী প্রচারনায় পিছিয়ে নেই।তিনিও তার নির্বাচনী প্রচারনা চালাচ্ছের জোড়ালো ভাবে।তিনিও মনোনয়ন প্রত্যাশী। দলীয় নির্দেশনা পেলেই তিনি এবারও মেয়রের নির্বাচন করবেন বলে জানা যায়।গত নির্বাচনে পরাজিত হলেও এবার তিনি শক্ত মনোবল নিয়ে সকল নেতাকর্মীদের সাথে মত বিনিময় ও নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। এদিকে বি,এন,পির সাবেক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম,এ মান্নান বর্তমান মেয়র থাকলেও তিনি বিভিন্ন মামলার আসামী হয়ে কারাবন্দী অথবা বার বার মেয়র পদ থেকে বরখাস্ত হয়ে আছেন। এবার তিনি বি,এন,পি থেকে মনোনয়ন নিয়ে মেয়রের নির্বাচন করবেন কি না তানিয়ে গাজীপুুরের মানুষের মুখে মুখে আলোচনার ঝড় বইছে।গাজীপুুর বাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কে হবেন এবার নগর পিতা!যথাযত কতৃপক্ষের কাছে গাজীপুুর বাসীর প্রত্যাশা বার বার ভারপ্রাপ্ত মেয়র দিয়ে নয়, একটি সুস্থ সুুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে একজন যোগ্য মেয়র নির্বাচন করে গাজীপুুর সিটিকর্পোরেশনের সিংহাসনে বসিয়ে দিবেন যার নেত্রীত্বে ও কোমল হাতের স্পর্শে গাজীপুুর সিটিকর্পোরেশন সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদমুক্ত আধুনিক নগরায়র গড়ে তুলবেন বলে মনে করেন সচতন নাগরিক বাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ