News Bangla 24 BD | গেমারদের জন্য স্মার্টফোন আনছে রেজার
News Head

গেমারদের জন্য স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান রেজার। স্মার্টফোনভিত্তিক গেমারদের লক্ষ্য করে মোবাইল ডিভাইস উন্নয়নে কাজ করছে রেজার। বিশেষত গেমারদের লক্ষ্য করে কোনো কোম্পানির ফোন তৈরির এ ধরনের উদ্যোগ এবারই প্রথম নয়।

এর আগে এন-গ্যাগেকে সঙ্গে নিয়ে নকিয়া এবং এক্সপেরিয়া প্লের সঙ্গে সনি এ ধরনের ফোন তৈরির উদ্যোগ নিয়েছিল। তবে ভারতীয় ব্রান্ড মিতাশি প্রায় তিন বছর আগে মিতাশি প্লে থান্ডারবোল্ট স্মার্টফোন উন্মোচন করেছিল।

এ বছর স্মার্টফোনের বাজারে নামতে স্মার্টফোন নির্মাতা নেক্সটবিটকে অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। শুরুতেই শক্তিশালী গেমিং স্মার্টফোন এনে চমক দিতে চাইছে প্রতিষ্ঠানটি।

রেজার ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে, হার্ডকোর গেমারদের জন্য মোবাইল যন্ত্র তৈরি করছে প্রতিষ্ঠানটি।

নতুন স্মার্টফোনটির নাম, দাম ও যন্ত্রাংশ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ