News Bangla 24 BD | বার্সায় নেইমারের বিকল্প হতে পারেন যারা
News Head
 গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ প্রিয়াঙ্কা-নিকের এক নতুন রাজপ্রাসাদ   বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন

বার্সায় নেইমারের বিকল্প হতে পারেন যারা


দলবদলের সব কিছু ঠিক হয়ে গেলে নেইমারকে হয়তো ধরে রাখতে পারবে না বার্সেলোনা। পাড়ি জমাতে পারেন প্যারিস সেইন্ট জার্মাইয়ে (পিএসজি)। তাহলে বার্সেলোনার আক্রমণভাগ পড়ে যাবে সংকটে।

আর সেই সংকট উত্তরণে নতুন কাউকে তো বেছে নিতে হবে বার্সার। বলা বাহুল্য যে, দলের প্রাণভোমরা লিওনেল মেসির মতকেই প্রধান্য দেবে কাতালান ক্লাবটি। সেক্ষেত্রে আর্জেন্টাইন সুপারস্টারের প্রথম পছন্দ তারই স্বদেশী পাওলো দিবালা। জুভেন্তাসের হয়ে বাজিমাত করছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।পাওলো দিবালাকে পাওয়া না গেলে আর কে হতে পারেন নেইমারের বিকল্প? এবার মেসি জানালেন তারই আরেক স্বদেশী ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়ার নাম। বর্তমানে পিএসজির হয়ে খেলছেন ডি মারিয়া।

ডি মারিয়াকে পাওয়া না গেলে আর কে হতে পারেন নেইমারের বিকল্প? এবার মেসির পছন্দের তালিকায় যোগ হলেন ওসমানে ডেম্বালে। ২০ বছর বয়সী ফুটবলার ফ্রান্স জাতীয় দলে সুযোগ পেয়েছেন গত বছর। বর্তমানে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছেন ডেম্বালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ