
মূল লড়াইয়ের আগে আজ মায়ামি গার্ডেনসে অনুষ্ঠিত হলো স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় মর্যাদার ম্যাচ এল ক্লাসিকো।
মেসি, নেইমার আর রাকিটিসদের দারুণসব নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের মুকুট ঘরে তুলেছেন কাতালানরা। এমন জয়ও আড়াল করতে পারেনি নেইমার ইস্যুকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল ডিফেন্ডার সার্জি রামোস বলেন, ‘নেইমারের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক আছে। আমার মনে হয় বার্সার হয়ে এটাই নেইমারের শেষ ম্যাচ। সেজন্য ওর সঙ্গে আমি জার্সি অদল-বদল করলাম।’
নেইমারকে গুরুত্ব মনে করে দেন রামোস। ‘নেইমার আমাকে এনিয়ে কিছুই বলেনি। আমিও জানতে চাইনি। আসলে প্রতিটি মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। আমার মতে সে একজন ভালো ফুটবলার। বার্সায় ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ওর ভবিষ্যৎ ও নিজেই ঠিক করবে।’
মায়ামিতে এই প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হলো, কেবল মায়ামি নয় গোটা যুক্তরাষ্ট্রে এবারই প্রথম। যে কারণে বার্সা-রিয়াল ফুটবলারদের যত্ন-আত্তিও ভালো করেছে দেশটি। তাতে মন ভরেছে রামোসের। ‘সত্যিই মায়ামি একটা দারুণ জায়গা। আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি।উষ্ণ অভ্যর্থনা দিয়ে তারা আমাদের বরণ করে নিয়েছে। আমি আশা করছি সামনে আবারও মায়ামীতে এল ক্লাসিকোর ম্যাচ হবে।’
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত দামে বার্সায় গেল সেটা জানায়নি কাতালান ক্লাবটি। কেবল বলেছিল, পাঁচ বছরের জন্য চুক্তি হয়েছে। দর-দামের সংখ্যাটা গোপন থাকার কারণে স্পেনের আদালত নেইমারকে কর ফাঁকির মারপ্যাঁচে আটকে দেয়। যদিও মামলা থেকে খালাস পেয়েছেন নেইমার।