News Bangla 24 BD | অনুশীলনে এসেই চলে গেলেন নেইমার
News Head
 গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ প্রিয়াঙ্কা-নিকের এক নতুন রাজপ্রাসাদ   বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন

অনুশীলনে এসেই চলে গেলেন নেইমার


বার্সেলোনার অনুশীলনে এসেছিলেন। কিন্তু অনুশীলন করতে নয়, সতীর্থদের কাছ থেকে বিদায় নিতে! যে সতীর্থরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে সাবেক হয়ে যাবে বলেই পাকা খবর। আজ স্থানীয় সময় সকালে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়ে ৪০ মিনিট পর নেইমার বিদায় নিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্কাই স্পোর্টসের এক সাংবাদিক।

আগেই টাইমসের হয়ে কাজ করা সেই সাংবাদিক কাভে সোলহেকোল তাঁর টুইটারে এই তথ্য দিয়েছেন, ‘বার্সেলোনার অনুশীলন মাঠে ৪০ মিনিটের মতো ছিলেন নেইমার। তবে তার অনুশীলন না করার অনুমতি ছিল। তাঁর একজন এজেন্ট এই মুহূর্তে প্যারিসে অবস্থান করছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ