সংকটের অবসান, বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

অবশেষে শঙ্কার মেঘ কেটে গেল। বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে চলমান বিতর্কের অবসান হয়েছে। মেলবোর্নে আজ বৃহস্পতিবার সকালেই সমঝোতা করতে রাজি হয়েছে দু’পক্ষ। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে টিম অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে দেয়া তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবারই দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছিল। বুধবার যৌথ ঘোষণা আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণাটা হয়নি। বৃহস্পতিবার মেলবোর্নে চূড়ান্ত দফা মুখোমুখি আালোচনায় মিলিত হন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড ও এসিএ’এর প্রতিনিধি অ্যালেস্টার নিকোলসন। আর এ বৈঠকে পুরোপুরি মতৈক্যে পৌঁছে দুই পক্ষ। আজ বিকেলেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে এ ব্যাপারে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানাচ্ছে, ঝামেলা মিটে যাওয়ায় এখন নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন অজি ক্রিকেটাররা।
বাড়তি আর্থিক সুবিধের দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করে আসছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু খেলোয়াড়দের দাবিকে অন্যায্য বলে আসছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই পক্ষ সমঝোতায় না আসায় দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে দেয় অস্ট্রেলিয়া ‘এ’ দল।
বাংলাদেশ সিরিজ নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে আজকের ফলপ্রসূ আলোচনায় শঙ্কার মেঘ পুরোপুরি কেটে গেছে। এখন খেলোয়াড়দের সঙ্গে নতুন করে চুক্তি করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৩০ জন খেলোয়াড়দের সঙ্গে চুক্তির মেয়াদ গত মাসেই শেষ হয়ে যায়।
দুই টেস্ট খেলতে এ মাসের ১৮ তারিখে বাংলাদেশ সফরে আসবে ওজিরা। গত ১৬ জুন বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।