
নেইমার চলে গেছেন পিএসজিতে। স্বাভাবিকভাবেই বার্সার একটা স্থান ফাঁকা হয়ে গেছে।
সেখানে স্বদেশী তারকা পাওলো দিবালাকে খুব করে চাচ্ছেন লিওনেল মেসি, এমন গুঞ্জন এখন দলবদলের বাজারে কান পাতলেই শোনা যায়।
যদিও দিবালা খেলেন রাইট উইংয়ে কিন্তু মেসি সেখানে গেঁড়ে বসে আছেন। হয়তো মেসির সঙ্গে খেলতে সাইড পরিবর্তন করতেও পারেন দিবালা। এসব কথার পেছনেও কথা থাকে। দিবালাকে ছাড়বে জুভেন্টাস?
মার্কা বলছে, মেসি চাচ্ছেন দিবালা বার্সায় আসুক। কিন্তু জুভিরা দিবালাকে ছাড়তে নারাজ। তবে ক্লাবের অমতে গেল ১২০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ গুনতে হবে কাতালানদের। এদিকে দিবালা ছাড়াও নেইমারের বিকল্প হিসেবে বার্সা হাত বাড়িয়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপি কুতিনহো, চেলসির বেলজিয়াম তারকা এডেন হাজার্ড ও টটেমহামের ইংলিশ মিডফিল্ডার ডেলি আলির দিকে। এদের যে কাউকেও দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে।