৬ বলে ৬ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিল রবিনসন

ইংল্যান্ডের উত্তর ডারহ্যামের স্কুলছাত্র লুক রবিনসন ৬ বলে ৬ উইকেট তুলে নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছে। ১৩ বছর বয়সেই সবাইকে তাক লাগিয়ে দিল রবিনসন।
প্রতিটি উইকেটই সে পেয়েছে প্রতিপক্ষকে বোল্ড করে। ইংল্যান্ডের উত্তর-পূর্বে ডারহ্যামের ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে এই অবিশ্বাস্য কীর্তিটি গড়েছে সে।
ছেলের এমন কীর্তিতে উচ্ছ্বসিত লুকের বাবা স্টিফেন। ‘রবিনসন প্রথম দুই ওভারে বল করে কোনও উইকেট পায়নি। তাই শেষ ওভারে ভিন্ন কিছু করতে চাইছিল। আমি শুধু ওকে বললাম চালিয়ে যাও। এরপরই সে উইকেট পেতে শুরু করল।’
এ বিভাগের অন্যান্য সংবাদ