
আজ দুপুর ২টায় হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে চূড়ান্ত স্কোয়াড জানাবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
কাকে রেখে কাকে বাদ দিবেন নির্বাচকরা? এরইমধ্যে স্কোয়াড নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন।
তামিম, সাকিব, মুশফিক, মিরাজ, মোস্তাফিজ এই পাঁচজন নিশ্চিত। বাকি ৯জন কারা হবেন?
ওপেনিংয়ে তামিমের পার্টনার হিসেবে আরও একবার সৌম্যের ওপর আস্থা রাখা হচ্ছে। বাতাসে ভাসছে বিবেচনায় নেই মুমিনুল ও মাহমুদুল্লাহ। সেক্ষেত্রে ইমরুল কায়েস আর সাব্বির রহমানই তাদের পছন্দ। স্পিনিং অপশন বাড়াতে তাইজুল ইসলাম আর মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর ভরসা রাখতে পারে ম্যানেজম্যান্ট। ব্যাক-আপ উইকেট কিপার হিসেবে থাকতে পারেন লিটন দাস। ফিরতে পারেন নাসির হোসেন। পেস আক্রমণে ফিজের সঙ্গী শফিউল। বাড়তি পেসার হিসেবে লিস্টে থাকতে পারেন তাসকিন আহমেদও।