যে কারণে বেশ জনপ্রিয় শাওমি রেডমি নোট ৪
কম দাম আর ভালো কনফিগারেশন থাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে শাওমি রেডমি নোট ৪ সেটটি। এটি এখন দেশের বাজারেও পাওয়া যাচ্ছে।
ফোনটির সামনে ডিসপ্লের ওপরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা এবং অডিও জ্যাক পোর্ট। ডান পাশে পাওয়ার ও ভলিউম কমানো-বাড়ানোর বাটন। বাম পাশে আছে সিম ও মেমরি কার্ড স্লট। নিচের দিকে রয়েছে চার্জিং পোর্ট। মেটাল বডির ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিচের দিকে।
ফোনটির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ ৫.৫ ইঞ্চি ডিসপ্লের রেজল্যুশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল।
২.০ গিগাহার্জ অক্টাকোর কোয়ালকম এমএসএম৮৯৫৩ স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে ফোনটিতে। আছে ৩ এবং ৪ গিগাবাইট র্যামের দুটি ভিন্ন সংস্করণ। তথ্য ধারণের জন্যও দুই ধরনের মেমরি—৩২ এবং ৬৪ গিগাবাইটের। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ৬.০। আছে ব্লুটুথ, ওয়াই-ফাই এবং এফএম সুবিধা।
পেছনের মূল ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, এফ/২.০ অ্যাপাচার, এইচডিআর এবং জিইও-ট্যাগিং সুবিধা। এইচডি ভিডিও রেকর্ডও করা যাবে এই ক্যামেরা দিয়ে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারিটি চার হাজার ১০০ মিলি-অ্যাম্পিয়ারের। পূর্ণ চার্জে এক দিন পুরো চলবে।
দাম ৩ গিগাবাইট র্যামসহ ১৮ হাজার ৯৯০ এবং ৪ গিগাবাইট র্যামসহ ২১ হাজার ৯৯০ টাকা।