
বার্সেলোনাকে আগেও একা কাঁধে বয়ে বেড়িয়েছেন লিওনেল মেসি। মাঝখানে কয়েকটি বছর এই দায়িত্ব পালন করেছেন ‘এমএসএন’ ত্রয়ী। সেই এমএসএনের একজন ক্লাব ছেড়েছেন, অন্যজন পড়েছেন ইনজুরিতে। আর মেসি ফিরেছেন তার পুরনো দায়িত্বে। সেই লিওনেল মেসির বার্সেলোনা আজ মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়েছে ২-০ গোলে।
রোববার রাতে বার্সেলোনার ঘরের মাঠ কাম্প ন্যুতে আক্রমণাত্মক খেলা শুরু করে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। ম্যাচের প্রথম গোলটি আসে ৩৬ মিনিটে। দেলেফিউকে বল পাস দিয়ে ডি-বক্সে ছুটে যান মেসি। তাকে লক্ষ্য করে বাড়ানো নীচু ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডার টোসকার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আর তাতেই লিড পায় কাতালানরা।
এর তিন মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। ৩৯ মিনিটে ডি-বক্সে দেলেফিউয়ের ক্রস ফাঁকায় পেয়ে সহজেই গোল করেন সার্জিও রবার্তো। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। কিন্তু আর কোন গোল হয়নি ম্যাচে। সুযোগে সুযোগে চেষ্টা চালিয়েছে অতিথি দল রিয়াল বেটিস। কিন্তু জর্ডি আলবা, মাশ্চেরানোরা ছিলেন প্রতিপক্ষের প্রতি নিষ্ঠুর।
পুরো ম্যাচে মেসির তিনটি শট বারে লেগে ফিরে এসেছে। না হলে আরো বড় ব্যবধানে জিততে পারতো বার্সেলোনা।
ম্যাচ শুরুর আগে বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।