News Bangla 24 BD | ‘দলে সুযোগ পাওয়ার মূলমন্ত্র পারফরমেন্স’
News Head
 গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ প্রিয়াঙ্কা-নিকের এক নতুন রাজপ্রাসাদ   বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন

‘দলে সুযোগ পাওয়ার মূলমন্ত্র পারফরমেন্স’


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেন। দু’বছর পর আবারো টেস্ট দলে ডাক পেলেন তিনি। ঘরোয়া আসরে পারফরমেন্স করতে না পারলে সুযোগ পাওয়া হতো না বলে মনে করেন নাসির।

তিনি বলেন, ‘টেস্ট দলে সুযোগ পেতে হলে পারফরমেন্স করাটা জরুরি। দলে সুযোগ পাওয়ার মূলমন্ত্র পারফরমেন্স। জাতীয় লিগ ও বিসিএলে আমি পারফর্ম করেছি। তাই আবারো জাতীয় দলে সুযোগ পেয়েছি।’

২০১৫ সালের আগস্টে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেন নাসির। এরপর অফ-ফর্মের অজুহাতে জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। দীর্ঘদিন পর আবারো টেস্ট দলে সুযোগ পেলেন তিনি।

সুযোগ পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে নাসির বলেন, ‘একজন ক্রিকেটার যেখানেই পারফর্ম করুক না কেন, সেটা বিবেচনায় আসবেই। জাতীয় দল সবার জন্য উন্মুক্ত। যারা পারফরম্যান্স করবে তারাই জাতীয় দলে সুযোগ পাবে এবং খেলতে পারবে। এই বিশ্বাসটা আমার মধ্যেও ছিল। তবে জাতীয় দলে খেলার লক্ষ্য নিয়ে আমি কখনো পারফর্ম করিনি। যেখানেই খেলার সুযোগ পেয়েছি, সেখানেই ভালো করার চেষ্টা করেছি। এবারও সুযোগ পেয়েছি, তাই এবারও ভালো কিছু করতে হবে।’

পারফরম্যান্সের পাশাপাশি নিজের সাথেও যুদ্ধ করেছেন বলে জানান নাসির, ‘চ্যালেঞ্জ নিজের সাথেও ছিল। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলাম। শেষ দুই বছর টেস্ট খেলতে পারিনি। আমি জানতাম টেস্ট খেলতে হলে আমাকে ভাল করতেই হবে। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমি যেখানেই খেলেছি, চেষ্টা করেছি পারফর্ম করতে। পারফর্ম করতে পেরেছি বলেই আবারো সুযোগ পেয়েছি।’

২০১১ সালে টেস্ট অভিষেকের পর জাতীয় দলের হয়ে ১৭টি টেস্ট খেলেছেন নাসির। ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৭ দশমিক ৩৪ গড়ে ৯৭১ রান করেছেন তিনি। তবে ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি নাসিরের। তাই অসিদের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে রোমাঞ্চিত তিনি, ‘আমি রোমাঞ্চিত। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে এর আগে কখনো টেস্ট খেলিনি। এমন বড় দলের বিপক্ষে ভালো খেলাটাই মূল লক্ষ্য আমার।’

অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো খেললে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদেশের মাটিতে খেলার সুযোগ তৈরি হবে নাসিরের। সেই সুযোগের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ভালো করতে চান তিনি, ‘পারফরম্যান্সই হচ্ছে শেষ কথা। এটা ছাড়া কোথাও টিকে থাকার সুযোগ নেই। আমি চেষ্টা করবো ভাল পারফর্ম করতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্ম করতে পারলে পরবর্তীতেও সুযোগ আসবে। আর যদি এখানে পারফর্ম না করি তবে সুযোগ আসবে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ