News Bangla 24 BD | ৪৩ রানের লিড বাংলাদেশের
News Head

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পেল লাল-সবুজের বাংলাদেশ। তামিম ইকবালের ৭১ আর সাকিব আল হাসানের ৮৪ রানের ঝকঝকে ব্যাটিংয়ে ২৬০ রান করে টাইগাররা। জবাব দিতে নেমে সাকিব-মিরাজদের ঘূর্ণিতে ২১৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

লড়াইয়ের প্রথম দিনের সকালটা বিষাদে শুরু হলেও গোধূলিটা ছিল উজ্জ্বল। বহুল প্রতীক্ষার টেস্ট। যার জন্য দীর্ঘ ১১ বছর অপেক্ষা। কিন্তু অনেক আশা-ভরসার সেই ম্যাচের শুরুটা ভুলে যাওয়ার মতো।

দিনের প্রথম মুদ্রা লড়াইয়ে জিতে মাঠে নামে বাংলাদেশ। কোনো কিছু বুঝে ওঠার আগেই টাইগার শিবিরে প্যাট কামিন্স ঝড়। সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ দলের তিন তিনটি মূল্যবান উইকেট। স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই এক এক করে বিদায় নিলেন সৌম্য (৮), ইমরুল (০) আর সাব্বির (০)। অবশ্য চতুর্থ উইকেট জুটিতে সাকিব-তামিমের দায়িত্বশীল ব্যাটিং টাইগারদের লড়াইয়ে এনে দেয় নূন্যতম পুঁজি।

২৬০ রান। বেশ অল্প। তবুও মিরপুরের টার্নিং উইকেটে সংগ্রহটা একেবারে মামুলি নয়। সেটা শেষ ওইদিন বিকেলে হাড়েহাড়ে টের পান ওজিরা। সাকিব-মিরাজদের ঘূর্ণি রীতিমত কাঁপন ধরিয়ে দেয় স্মিথদের। শেষমেশ ১৮ রানে ৩ উইকেট খুইয়ে প্রথম দিনের ইতি টানেন ড্যারেন লেম্যানের ছাত্ররা।

দ্বিতীয় দিনের শুরুটা রাঙাতে চান, সংবাদ সম্মেলনে আগেই এমন ইঙ্গিত দিয়ে রাখেন সাকিব আল হাসান। তার কথা অক্ষরে অক্ষরে মনে রাখেন মেহেদী হাসান মিরাজও। শুরুতেই ওজিদের ব্যাটিং স্তম্ভ স্টিভেন স্মিথকে ফিরিয়ে দেন মিরাজ। এরপর পঞ্চম উইকেটে জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান পিটার হ্যান্ডসকম্ব ও ম্যাট রেনশ।

ব্যক্তিগত ৩৩ রানের মাথায় হ্যান্ডসকম্বকে এলবির ফাঁদে ফেলে ৬৯ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। কিন্তু শেষ দিকে অ্যাস্টন অ্যাগার আর প্যাট কামিন্স মিলে রানের চাকা সচল রাখেন। শেষমেশ দলীয় ১৯৩ রানে কামিন্স এবং ২১৭ রানে হ্যাজেলউডকে বিদায় করে ওজিদের লেজ গুটিয়ে দেন সাকিব।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হ্যাজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৭ (ওয়ার্নার ৮, রেনশ ৪৫, খাজা ১, লায়ন ০, স্মিথ ৮, হ্যান্ডসকম্ব ৩৩, ওয়েড ৫, অ্যাগার ৪১*, কামিন্স ২৫, হ্যাজেলউড ৫; শফিউল ০/২১, মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২, মোস্তাফিজ ০/১৩, নাসির ০/৩)।

এ বিভাগের অন্যান্য সংবাদ