চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে টাইগাররা প্রথম ইনিংসে অজিদের বিপক্ষে ৩০৫ রান করতে সক্ষম হয়েছে।
প্রথম দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৫৩ রান করার পর দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। এই ডানহাতি বোলারের বল ঠেকাতে যেয়ে বল ও ব্যাট হয়ে স্টাম্পে আঘাত হানে।
দলীয় ২৬৫ রানের মাথায় আউট হন টাইগার অধিনায়ক। তবে ফিরে যাওয়ার আগে ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক তুলে নেন এই ব্যাটসম্যান। ১৬৬ বলের ইনিংসে ৫টি চারে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করেন তিনি।
মুশফিকের আউট হওয়ার পর অষ্টম উইকেট হিসেবে সাজঘরে ফিরেছেন নাসির। দলীয় ২৯৩ রানের মাথায় অ্যাস্টন অ্যাগারের বলে কাট করতে যেয়ে উইকেটরক্ষকের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান নাসির।
নাসির আউট হওয়ার আগে দলের হয়ে ৪৫ রান করেন। এরপর দলীয় ২৯৬ রানে নবম উইকেট হিসেবে আউট হয়েছেন মেহেদি মিরাজ। ওয়ার্নারের থ্রোতে ব্যক্তিগত ১১ রানে আউট হন এই অলরাউন্ডার।
শুরুর মতো শেষই উইকেটটিও নেন নাথান লায়ন। তাইজুলকে ক্যাচ আউট করে প্রথম ইনিংসেই ৭টি উইকেট ঝুঁলিতে পুরেন এই ডানহাতি স্পিনার।