News Bangla 24 BD | সাউথ আফ্রিকা সিরিজের দল ঘোষণা আজ
News Head

সাউথ আফ্রিকা সিরিজের দল ঘোষণা আজ


বাংলাদেশ ক্রিকেট দলের এবারের মিশন দক্ষিণ আফ্রিকা সফর। তাই আফ্রিকা মিশনে দল নির্বাচন আবারো দারুণ আলোচনায়। সিরিজটি অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার মাটিতে। প্রোটিয়াদের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

জানা গেছে, আজ সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচজন পেসার, দুইজন স্পিনার ও আটজন ব্যাটসম্যান নিয়ে এই স্কোয়াড সাজানো হতে পারে।

সম্ভাব্য পাঁচ পেসার হলেন মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বী, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। বাদ পড়তে পারেন ইমরুল কায়েস। সেক্ষেত্রে স্কোয়াডে ঢুকতে পারেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।

আগামী ২১-২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ অক্টোবর।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫, ১৮ ও ২২ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২৬ ও ২৯ অক্টোবর।

এ বিভাগের অন্যান্য সংবাদ