যেসব পরীক্ষায় ‘পূর্ণ মার্কস’ পায়নি রিয়াল
আজ রাতে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময় রাত ২.৪৫টায় বরুসিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে আতিথেয়তা নেবে রোনালদো-বেলরা।
চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে যে আট দলকে এখনো পরাজিত করতে পারেনি রিয়াল মাদ্রিদ।
সংক্ষেপে ওই আট ম্যাচের সারকথা তুলে ধরা হলো-
বরুশিয়া ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগে এখনো বরুশিয়ার মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফেরা হয়নি রিয়ালের। অদ্যাবধি ছয়বারের দেখায় তিন ম্যাচ ড্র আর তিন ম্যাচ হেরেছে রিয়াল।
জুভেন্টাস
জুভেন্টাসের বিপক্ষেও অ্যাওয়ে ম্যাচ জয় পায়নি রিয়াল। এখন পর্যন্ত জুভিদের সঙ্গে ছয়বারের দেখায় ৫ হার আর এক ড্র রিয়ালের।
অলিম্পিয়াকস
চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকসের মাঠে তিনবার খেলতে যায় রিয়াল। একবারও জয় নিয়ে ফিরতে পারেনি। তিন ম্যাচের মধ্যে দুই হার আর এক ড্র রয়েছে রিয়ালের নামের পাশে।
এসি মিলান
মিলানের সান সিরোতে দুই ম্যাচে অতিথি হয়ে যায় রিয়াল। কিন্তু দুই ম্যাচের দুটোতেই পরাজিত হয় লস ব্লাঙ্কোসরা।
স্পারটাক মস্কো
রুশ ক্লাব স্পারটাক মস্কোর বিপক্ষে তাদের মাঠে ২টি ম্যাচ খেলে রিয়াল। তার মধ্যে এক ম্যাচ, ড্র অপরটি হেরেছে স্প্যানিশরা।
অ্যাটলেটিকো মাদ্রিদ
চ্যাম্পিয়নস লিগে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অ্যাওয়ে’তে দুটি ম্যাচ খেলেছে রিয়াল। দুটিতেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দলটি।
লাজিও
লাজিও ক্লাবের বিপক্ষে দুই ম্যাচ খেলে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের ওই দুই ম্যাচেও জয় পায়নি তারা। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে।
ম্যানচেস্টার সিটি
চ্যাম্পিয়ন লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুইবারের দেখায় একবারও জেতা হয়নি রিয়ালের। দুই ম্যাচেই সমানে সমান রিয়াল-সিটি।