News Bangla 24 BD | ১৯৭১ সালরে ৬ ডিসেম্বর অবরুদ্ধ ও শত্রুমুক্ত হয় কুড়গ্রিাম।
News Head

১৯৭১ সালরে ৬ ডিসেম্বর অবরুদ্ধ ও শত্রুমুক্ত হয় কুড়গ্রিাম।


মোঃ জাহদি,কুড়গ্রিাম :

১৯৭১ সালরে ৬ ডিসেম্বর অবরুদ্ধ ও শত্রুমুক্ত হয় কুড়গ্রিাম। মহান স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তযিোদ্ধাগণ র্দীঘ ২৩০ দনি ধরে পাকবাহনিীর সাথে সশস্ত্র সংগ্রাম চালয়িে পাকস্তিানি হানাদার বাহনিী ও তাদরে এদশেীয় রাজাকার-আল বদরদরে পরাজতি করে আজকরে ঐ দনিে কুড়গ্রিাম শত্রুমুক্ত হয়।

সইে দনি ট্রনেযোগে পাকস্তিান হানাদার বাহনিী কুড়গ্রিাম শহর ছাড়তে বাধ্য হয়। ঐ দনি কোম্পানি কমান্ডার আব্দুল হাই সরকাররে নতেৃত্বে ৩৩৫ জন মুক্তযিোদ্ধার একটি দল শহরে প্রবশে কর।ে বকিলে সাড়ে ৩টায় নতুন শহরস্থ ওভারহডে পানরি ট্যাংকরে উপর স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করনে।

১৯৭১ সালে মুক্তযিুদ্ধে গুরুর্ত্বন ভূমকিা রাখার জন্য খতোব প্রাপ্ত হন-আব্দুল হাই সরকার (বীর প্রতীক),নারী মুক্তযিোদ্ধা তারামন ববিি (বীর প্রতীক),সয়ৈদ মনছুর আলী টুংকু (বীর বক্রিম),আব্দুল আজজি (বীর প্রতীক),শওকত আলী (বীর বক্রিম),বদরুজ্জামান (বীর প্রতীক), লঃে আবু মঈন মোঃ আসফাকুস সামাদ বীর উত্তম (মরণোত্তর)।

এ বিভাগের অন্যান্য সংবাদ