ইডেন গার্ডেন্সের সঙ্গে পাল্লা দেবে বাংলাদেশের নতুন স্টেডিয়াম!
উপমহাদেশের অন্যতম বড় ক্রিকেট মাঠ ভারতের ইডেন গার্ডেন্স। কিন্তু দুই বছরের মধ্যে কলকাতার এ মাঠের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের নতুন একটি স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেছেন, পূর্বাচলে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম তৈরি করতে প্রস্তুত তারা। প্রস্তাবিত এই ভেন্যুর নামকরণ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।
বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে নাজমুল পিটিআইকে বলেছেন, ‘আমরা চাই এটা বিশ্বের অন্যতম সেরা হবে। দারুণ কিছুর আশা করি আমরা। এটা হবে উৎকর্ষতার কেন্দ্র।’
বাংলাদেশের ক্রিকেটের উৎকর্ষতা লাভের পথ তৈরি করবে এই স্টেডিয়াম। এর দর্শক ধারণক্ষমতা হবে ‘অন্তত ৫০ হাজার’, যেখানে ইডেনের ৬৮ হাজার। এই স্টেডিয়াম তৈরির কাজ শুরুর জন্য সরকারের কাছ থেকে জমি বরাদ্দের অপেক্ষায় বিসিবি।
নাজমুল বলেছেন, ‘আমরা জমির জন্য অপেক্ষা করছি। যত আগে পাব, তত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হব। আমরা জমি পেলেই বিসিবি নিজের মতো করে স্টেডিয়াম তৈরি করবে। অন্তত ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই ভেন্যু হবে বাংলাদেশের সেরা।’
বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়াম প্রস্তুত করার সময়সীমা দেড় থেকে সর্বোচ্চ দুই বছর বেধে দিলেন বিসিবি প্রেসিডেন্ট, ‘এটা হবে বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়াম।’
মিরপুর থেকে পূর্বাচলে স্টেডিয়াম সরিয়ে নেওয়া হবে কিনা প্রশ্নে নাজমুল জানিয়েছেন, ‘তেমন কিছু হবে না। আমাদের হাতে আরেকটি বিকল্প থাকবে। মিরপুর খুব পুরানো, অনেক কিছু পাল্টে গেছে। মিরপুরেও ম্যাচ হবে।’ সূত্র:বাংলাট্রিবিউন