গাজীপুর জেলা শহরে শনিবার থেকে শুরু হয়েছে ২০দিন ব্যাপী ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দেড়শ বছরের প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা। গাজীপুরের জেলা প্রশাসক ও অনুষ্ঠানের সভাপতি ড. দেওয়াম মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য আলহাজ¦ এড. আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এড. আব্দুল হাদী শামীম ও গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির সদস্য সচিব মুকুল কুমার মল্লিক।
উল্লেখ ভাওয়াল রাজা কালীনারায়ন রায় চৌধুরীর আমলে এ রথযাত্রা ও মেলার প্রচলন শুরু হয়। প্রতি বছর জেলা শহরের রথখোলায় এ মেলা বসে। মেলায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত থেকেও লোকজনের সমাগম হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে মেলায় প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ, শিশু কিশোর ও বৃদ্ধা বনিতার সমাবেশ ঘটে। আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।