আবু জাফর আবির : বেড়ে যাচ্ছে কিশোর অপরাধ প্রবনতা। আমাদের দেশে কিশোরদের সঠিক শিক্ষা এবং পারিবারিক অনুশাসনের অভাবে কিশোর অপরাধ দিন দিন বাড়ছে। কিশোররা ঠিক মতো স্কুলে যাচ্ছে না তারা রাস্তার মোড়ে দাড়িতে আড্ডা দিচ্ছে, দোকানে বসে ধূমপান করছে,মেয়েদের স্কুলের সামনে দাড়িয়ে ফাইজলামো করছে এগুলো নুতন কিছু নয়। এখন তাদের হাতে দামী মোবাইল নিয়ে ঘুরছে। মোবাইলে অশ্রীল ছবি দেখছে,,।আবার মেয়েদের ফাঁদে ফেলে তাদের ভিডিও ব্ল্যাক মেইল করছে।মারামারি ছিনতাই চুরিতো আছেই। এই তো আজ জোড়পুকুর বাবুর দোকানে ধরা পড়লো ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। সে বাবুর দোকানে ডুকে ক্যাশ খুলে টাকা নেয়ার সময় ধরা পড়ে। সে জোড়পুকুর এলাকায় একটা ভালো স্কুলে পড়ে।। প্রথমে ছেলেটি স্কুলের নাম বাবার নাম মিথ্যা বলেছিল পরে চাপের মূখে সব স্বীকার করে এবং তার বাবার ফোন নম্বর দেয়। তার বাবাকে ফোন করলে তিনি এসে ছেলোটিকে নিয়ে যান। আমাদের সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনার সন্তানের দায়িত্ব আপনার।