বিজ্ঞান ও প্রযুক্তির আরো উন্নতি করতে পারলে দেশও আরো উন্নতি লাভ করবে
নতুন প্রজন্মসহ সকলকে বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে একটি করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর প্রতিষ্ঠা করা হবে। ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’১৬ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।
ময়মনসিংহ জিলাস্কুলে জেলা প্রশাসন আয়োজিত ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’১৬ উদযাপন উপলক্ষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন বিজ্ঞান ও প্রযুক্তির আরো উন্নতি করতে পারলে দেশও আরো উন্নতি লাভ করবে। তাই দেশের প্রতিভাকে লালন ও পরিচর্যা করতেই জেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা করা হচ্ছে, আগামীতে উপজেলা পর্যায়েও এই মেলার আয়োজন করা হবে।
জেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৭৬টি ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবিত স্টল দেখতে দর্শর্ণার্থীতের উপচেপড়া দেখা গেছে। আগামী ২৯ সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।