গাজীপুরে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মানিক সরকার : গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০১৮’র শুভ উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম প্রমুখ।
উদ্বোধনী খেলায় গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা অংশ গ্রহণ করে। নির্ধারিত ৯০ মিনিটের গোল শুন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা বিজয়ী হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জিব কুমার দেবনাথ, এনডিসি কাউছার আহম্মেদ, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার রেবেকা সুলতানা, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড ওয়াজ উদ্দিন মিয়া, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আজমত আলী প্রমুখসহ অসংখ ক্রীড়ামোদি দর্শক খেলাটি উপভোগ করেন। গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল মিয়া ক্রীড়ানুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
উদ্বোধনী খেলায় ডিসপ্লে পরিবেশন করে গাজীপুর সরকারি শিশু পরিবার। খেলায় ফুটবল নিয়ে বিভিন্ন কসরত প্রদর্শন করেন ফুটবল যাদুকর মফিজুল প্রধান। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন- ফিফা রেফারি মোঃ মোশারফ হোসেন, তার সহযোগি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন- সালাউদ্দিন, মোঃ আশরাফুল আলম ও সোহরাব হোসেন। ধারাভাষ্যে ছিলেন মোঃ শরিফ হোসেন, নজরুল ইসলাম ও লুৎফর রহমান মন্ডল।