গাজীপুরে জেল হত্যা দিবস পালন করেছে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে শনিবার সকালে তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আসাদ হোসেন, অধ্যাপক ডাঃ শেখ আব্দুল ফাত্তাহ, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদের, স্বাধীনতা চিকিৎসক পরিষদ গাজীপুর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আমির হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তাজ উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
অপরদিকে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনেও পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাসপাতালের আবাসিক ডা. প্রণয় ভূষণ দাসের সঞ্চালনায় এবং হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ গোলাম সবুর, মেডিকেল কলেজের সহকারি পরিচালক ড. তপন কান্তি সরকার, বিএনএ সভাপতি শামীমা নাছরীন শেলী, মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ মোমেন হোসেন মোল্লা, স্বাধীনতা নার্স পরিষদ’র সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, নার্স সুপারভাইজার বেবী রানী পাল, মনিরা আক্তার প্রমুখ।