জয়দেবপুর জংসনে গড়ে উঠেছে ভ্রাম্যমান মুশাফির স্কুল
মনির অহম্মেদ আকাশ : গাজীপুরের জয়দেবপুর জংশনে ছিন্নমূল, সমাজে বঞ্চিত শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কিছু স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে মুশাফির স্কুল নামক সামাজিক সংগঠন। এই সংগঠনটি মূলত পথ শিশু ও সুবিধাবঞ্চিতদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে একদল স্বেচ্ছাসেবক। এই সংগঠন এ প্রতি শুক্রবার পথ শিশুদের জন্য পড়া-লেখাসহ খেলাধুলা ও খাবারের ব্যবস্থা করে থাকে। এমনকি তাহারা ১০/১৫ জন পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশুদের জকী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখা-পড়ার সুযোগ করে দিয়েছে। তাদের লেখা-পড়ার যাবতীয় খরচ ও প্রদান করা হয়। এমনকি তাদের ঈদের সময় ঈদ আনন্দ ভাগাভাগিসহ তাদের সুখ, দুঃখ ও ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করা হয়। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুশাফির ইমরান এর কাছে জানা যায় যে, এই সামাজিক সংগঠনের উদ্দেশ্য সমাজের অসহায় শিশু ও দরিদ্র মানুষের সাহায্য করা। এই সমাজে অসংখ্য পথ শিশু দরিদ্র মানুষ রয়েছে। আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে এই শিশু ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে পারি। তাই আমরা বন্ধুরা চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগীতায় এই অসহায় মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারি। আপনারা চাইলেও এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াতে পারেন বলে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।