বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সামারটার্মের ওরিয়েন্টেশন ও অভিভাবকদের সাথে মত বিনিময়
বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার’১৯টার্মে ভর্তিকৃত বিএস (কৃষি/ফিশারিজ/কৃঅির্থনীতি),ডিভি এম,এবং এম এস ও পি এইচ ডি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ২৪ মার্চ রবিবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে (সকাল ১০-০০টা থেকে) অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া। ভাইস-চ্যান্সেলর নবাগত ছাত্র-ছাত্রীদেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে নর্থ আমেরিকান কোর্স-ক্রেডিট পদ্ধতিতে শিক্ষা প্রদান এবং একাডেমিক ক্যালেন্ডার কঠোর ভাবে অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন ও ফলাফল প্রকাশ করা হয় ফলে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে চাকুরীতে প্রবেশ করতে পারে। তিনি বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শান্তিপূর্ণ শিক্ষা বান্ধব পরিবেশ অক্ষুন্ন রাখতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদেও ডীন প্রফেসর ড. এম. এয়নুল হক,রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ,পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. এ. আর. এম. সোলাইমান,প্রভোস্ট ড.ইমরুল কায়েস এবং প্রক্টর ড. মোঃ আরিফুর রহমান খান বক্তৃতা করেন। নবাগত ছাত্র-ছাত্রীদেও মধ্যে কৃষি অনুষদের সাইফুন্নাহার হাফসা, মাৎস্য অনুষদেও সিনথিয়া রহমান, ডিভি এম এর তাসমিনা ইয়াসমিন, কৃষি অর্থনীতি অনুষদের আমেনা আক্তার এবং এম এস প্রোগ্রামের সৌমিত্র সাহা তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন।উল্লেখ্য যে, বর্তমান টার্মে নেপালী ও সোমালিয়ান মোট ২৯ জন বিদেশীছাত্র-ছাত্রী ডিভি এম ও কৃষি অনুষদে ভর্তি হয়েছেন। অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।