ফিলিস্তিনের প্রতিনিধি দলের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন
দুই দিনের সফরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনে এসেছেন ফিলিস্তিনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার পাঁচ সদস্যের এ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন প্যালেস্টিনিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (পিকা) এর মহাপরিচালক মি. ইমাদ এম. এম. জুহাইরি, পিকা’র বাংলাদেশ বিষয়ক প্রধান মি. ইহসান এস. কে. আবুলরব, কৃষি বিশেষজ্ঞ মি. ইমাদ কে. এন. ঘানামেহ, কৃষি বিশেষজ্ঞ মি. আলী এ. এ. আলকাম এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি নূর এইচ. ও. আলাইদি।
অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, পরিচালকবৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ। পরে মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এরপর মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। অপরদিকে ফিলিস্তিনের কৃষির বিভিন্ন দিক তুলে ধরেন পিকা’র মহাপরিচালক মি. ইমাদ এম. এম. জুহাইরি। এ সময় প্রতিনিধিবৃন্দ দু’দেশের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. বাবু লাল নাগ, পরিচালক (উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এ কে এম শামছুল হকসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।পরে অতিথিরা ইনস্টিটিউটের টক্সিকোলজি ল্যাব, আইপিএম ল্যাব, পোস্ট হারভেস্ট প্রসেসিং ল্যাব, ফার্ম মেশিনারী ল্যাব পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতিনিধি দলটি সফরের দ্বিতীয় দিন ১৭ এপ্রিল বুধবার উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের হাইড্রোপনিক, ফ্লোরিকালচার, ফ্রুট অরচার্ড, বায়োটেকনোলজি ল্যাব, গ্রীন হাউজ, উদ্ভিদ প্রজনন ল্যাব, এরোপনিক ল্যাব, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করবেন।