গাজীপুরের ১৯শে চত্ত্বর মুক্তমঞ্চ দখলদারদের কবলে, দেখেনা কেউ
গাজীপুর মহানগরের ঐতিহাসিক ১৯শে চত্ত্বর মুক্তমঞ্চ হকার মুক্ত হয়েও পূনরায় হকারদের দখলে। টাকার কাছে হার মেনেছে সততার সাইন বোর্ড । শহরে সিটি মেয়রের নাম দিয়ে চলছে ফুটপাত উচ্ছেদের মাইকিং। অন্যদিকে মুক্তমঞ্চ ও মুন্সিপাড়া রোড (তুলাপট্টি), মাছ বাজার রোড পূনরায় হকারদের দখলে চলে গেছে। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর চন্দ্র সূত্রধর নিজে এসে ওই স্থান থেকে হকার মুক্ত করেছিলেন। কিন্তু সাত দিন না যেতেই পূনরায় পূর্বের ন্যায় অর্থলোভী দানবের দখলে চলে গেছে ঐতিহাসিক মুক্তমঞ্চসহ উপরে উল্লেখিত স্থান গুলো। খোজ নিয়ে জানা যায়, পেয়ার আলী নামক জৈনক ব্যক্তি প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এসব অবৈধ দোকান বসিয়ে প্রতিদিন বখরা তুলছে। সম্প্রতি মুক্তমঞ্চ এলাকায় কয়েকটি অঘটনও ঘটেছে। অন্যদিকে মুক্তমঞ্চ নিয়ে ত্রিমূখী চাঁদাবাজির মহড়ায় যেকোনো সময় ঘটতে পারে অনাকাংখিত ঘটনা। মুক্তমঞ্চ এলাকাটি ইজারা না দেওয়ার জন্য মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকলেও গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোঃ নূরুজ্জামান মৃধা গত ৯ এপ্রিল তারিখে (স্মারক নং- জিসিসি/সম্পত্তি/হাট-বাজার/ইঃবিঃনথি/২০১৯/৩০৫১) ১৪২৬ বাংলা সনের জন্য ইজারা প্রদান করেন। এবিষয়ে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। ফুটপাত দখল বিষয়ে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর চন্দ্র সূত্রধর এর নিকট তার মোবাইলে ফোন করে জানতে চাইলে তিনি ফুটপাত দখলের বিষয়টি এড়িয়ে যান। ফুটপাত দখলের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোন অদৃশ কারণে স্বাধীনতার প্রথম স্ব-শ¯্র যুদ্ধের এই পবিত্র স্থানটিকে মুছে ফেলার চক্রান্ত চলছে, তা নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে জনমনে। এ ব্যপারে কয়েকটি পেশাজীবি সংগঠন মানববন্ধন কর্মসূচী করার বিষয়ে ভাবছেন বলে একটি বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।