গাজীপুরে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা
মনির আহমেদ আকাশ : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গাজীপুরের শপিংমল গুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন পোশাক কিনতে গাজীপুরের দোকনগুলোতে ভীর করছেন ক্রেতারা পবিত্র রমজান মাসের শুরুতেই জমে উঠতে শুরু করেছে গাজীপুর জেলার ঈদ বাজার। তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারনে সন্ধ্যার পরেই ক্রেতাদের শপিংমলগুলোতে আনাগোনা দেখা যায়। দোকানগুলোতে ক্রেতা সমগমের কারনে বিক্রি বাড়ায় সন্তুষ্ট ব্যাবসায়ীরা। তবে বিক্রেতারা বলেছেন অন্য বছরের ন্যায় এবছর তুলনামূলক বেচা কেনা তেমন ভাল নয়। গত ৬ রোজা পর্যন্ত কোন বড় ধরনের বেচা কেনা হয়নি। তবে সোমবার থেকে ক্রেতারা দোকানগুলোতে আসতে শুরু করছে বলে বিক্রি মোটামুটি ভাল হচ্ছে। গাজীপুর জেলার জয়দেবপুর মানিক বস্ত্রালয়, সাঈদ ভবন, গাজীপুর ম্যানশন সহ গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ী, টঙ্গী, কালীয়াকৈর, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ এর শপিংমল গুলো ঘুরে জানা যায়। এবারের ঈদের বাজারে নারী ও শিশুদের পোশাকের চাহিদা বেশি হবে বলে মনে করছে বিক্রেতারা। গহনা, জুতা, স্যান্ডেল প্রসাধনী দোকানগুলোতে ভারতীয়, পাকিস্তানী বিভিন্ন পোশাকের সমাগম বেশি। এছাড়াও জেলার বিভিন্ন দোকান গুলোতে ছেলেদের পোশাকের ক্ষেত্রে জিন্স প্যান্ট, টি শার্ট পাশাপাশি পাঞ্জাবী ভালো বিক্রি হচ্ছে। শিশুদের জন্য বিভিন্ন ব্র্যান্ড এর পোশাক লক্ষ্যনীয়ভাবে শপিংমল গুলোতে দেখা যায়। ক্রেতাদের ভিড়ের কারণে মধ্যরাত পর্যন্ত অনেক শপিংমল খোলা থাকে।