ঝিনাইদহে ৩’শ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদাণ
ঝিনাইদহঃ
‘স্বপ্ন সাহস প্রজ্ঞা নিয়ে আগামীর পথ চলবো, অপসংস্কৃতির বেড়াজাল ভেঙে সোনার বাংলা গড়বো’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৩’শ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে ঝিনাইদহ পৌরসভা। অনুষ্ঠানের আয়োজনে সহযোগী ছিল ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের ‘কথন সাংস্কৃতিক সংসদ’ (কসাস)। এসময় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে ঝিনাইদহ পৌর সভার মেয়র সাইদুল করীম মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানি অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থপতি কবীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারন সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস। এর আগে পৌরসভা চত্বর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩’শ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।